কুড়িগ্রামে তীব্র গরমে হাসপাতালে দুই শিক্ষার্থী

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, জুন ৭, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়িতে পরীক্ষা চলাকালীন সময়ে তীব্র গরমে অসুস্থ হয়ে দুই শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। এরা হলো- মো. হাসান আলী ও মোছা. হেলেনা। তাদের দুজনের বাড়ি উত্তর রাবাইতারির বটতলা গ্রামে। আজ বুধবার (৭ জুন) দুপুরে উপজেলার উত্তর রাবাইতারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি অনলাইন বাংলা নিউজ পোর্টাল নিউজ পোস্ট বিডি ডটকমকে নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিকুল ইসলাম সফিক।
তিনি জানান, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ বুধবার সকালে নবম শ্রেণির ইংরেজি পরীক্ষা চলছিল। এসময় কিছু সময়ের জন্য বিদ্যুৎ চলে যায়। ফলে ওই পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে হেলেনা অসুস্থ হয়ে পড়ে। এসময় তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর ওই শ্রেণির আরেক শিক্ষার্থী হাসান আলী পরীক্ষা শেষে বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়ে। তাকেও স্বজনরা নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ ইফতেখার উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে নিউজ পোস্ট বিডি ডটকমকে বলেন, অতিরিক্ত গরমের পাশাপাশি পরীক্ষার চাপ থাকায় মানসিক ও শারীরিকভাবে তারা অসুস্থ হয়ে পড়ে। আমরা সার্বক্ষণিক তাদের খোঁজ-খবর রাখছি।