
ক্রীড়া ডেস্ক:
এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ নিয়ে ফুটবল ব্যস্ত সময় কাটিয়েছে। সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প, ভারতের বিপক্ষে প্রস্তুতি এবং হামজা চৌধুরীর আগমন নিয়ে দেশের ফুটবল মহল ব্যস্ত সময় কাটিয়েছে। লিগের খেলা বন্ধ রাখা হয়েছিল। সেই ২৫ জানুয়ারি প্রিমিয়ার লিগের প্রথম পর্বের শেষ ম্যাচ হয়েছিল।
এরপর ফিরতি পর্বের খেলা শুরু করেনি। দর্শক যেন ঘরোয়া ফুটবলের কথা ভুলেই গিয়েছিলেন। এরই মধ্যে বিসিএল শুরু হয়ে গেছে। তবে আজ আবার ফেডারেশন কাপ ফুটবলের খেলা শুরু হতে যাচ্ছে। বড় ম্যাচ দিয়ে ঘরোয়া ফুটবল দেখতে পারবেন দর্শক।
ফেডারেশন কাপ ফুটবলের নতুন নিয়মে কোয়ালিফায়ার দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। কুমিল্লায় আবাহনী-বসুন্ধরা কিংস। বিকাল পৌনে ৩টায় শুরু হবে খেলা। আর ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে রহমতগঞ্জ-ব্রাদার্স বিকাল পৌনে ৩টায় মুখোমুখি হবে।
নতুন নিয়মের কারণে আবাহনী-বসুন্ধরা কিংসের ম্যাচের বিজয়ী দল ফাইনালে উঠে যাবে। হেরে যাওয়া দলটির সামনে আরেকটি সুযোগ থাকবে ফাইনালে যাওয়ার। হেরে যাওয়া দলটি ময়মনসিংহের ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে। জিতলে ফাইনালে খেলবে। ২২ এপ্রিল ময়মনসিংহে ফাইনাল।