কুমিল্লায় জামায়াতের সম্মেলনে সামনের সারিতে আওয়ামী লীগ নেতা!

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি:

 

কুমিল্লায় জামায়াতে ইসলামীর সম্মেলনে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে সামনের সারিতে বসে থাকতে দেখা গেছে। জেলার র লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুরের সম্মেলনে দেখা যায় এই দৃশ্য। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে অনুষ্ঠিত এই সম্মেলনের একটি ছবি বিকেল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা।

সম্মেলনে জামায়াত নেতাকর্মীদের সঙ্গে প্রথম সারিতে বসে থাকা ওই নেতার নাম রফিকুল ইসলাম। তিনি বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ঘটনাটি জানাজানি হওয়ার পর জামায়াতের নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, জামায়াতের এ সম্মেলনে সভাপতিত্ব করেন বাগমারা উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল মান্নান এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন সেক্রেটারি নাজমুল হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা-১০ আসনে দলটির এমপি প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত, জেলা অফিস সম্পাদক গোলাম সরওয়ার মজুমদার কামাল, লালমাই উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর নূর ও সেক্রেটারি মাওলানা ইমাম হোসাইন।

সম্মেলনে উপস্থিত একাধিক জামায়াত কর্মী জানান, রফিকুল ইসলাম সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের নিজ ইউনিয়নের একজন সক্রিয় আওয়ামী লীগ নেতা। গত বছরের ৫ আগস্টের পর তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরে এলাকায় ফিরে জামায়াতের ব্যানারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে শুরু করেন।

স্থানীয় এক জামায়াত নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ সরকারের সময় যেসব নেতা জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছেন, এখন তারাই দল বদলে জামায়াতে ঘেঁষার চেষ্টা করছেন—বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

জামায়াতের সম্মেলনে নিজের উপস্থিতি স্বীকার করে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম বলেন, ‘আমি এখনো আওয়ামী লীগের পদে রয়েছি, পদত্যাগ করিনি—এটা ঠিক। তবে একজন মুসলমান হিসেবে ইসলামিক প্রোগ্রামে অংশগ্রহণ করতেই পারি। এতে দোষের কিছু দেখি না।’

এ বিষয়ে লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইমাম হোসাইন বলেন, ‘আমাদের দলীয় সম্মেলনে অন্য কোনো দলের নেতা বা কর্মীদের উপস্থিত থাকার নিয়ম নেই। বিষয়টি খেয়াল করা হয়নি। আমরা এ নিয়ে খোঁজ নিয়ে দলীয়ভাবে আলোচনা করব।’