কুমিল্লায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। সম্পর্কে তারা বাবা ও ছেলে।
শনিবার বিকেল সোয়া চারটার দিকে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর জেলখানাবাড়ি রেলগেট এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার বাতাইছড়ি পাকামুড়া এলাকার লতিফ মিয়ার ছেলে মো. সোহাগ (৩৫) এবং তার ছেলে মো. সোহেল (১২)।
স্থানীয়রা জানান, অটোরিকশাটি দ্রুত গতিতে রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের সামনে পড়ে। এতে দুই জন ঘটনাস্থলেই নিহত হন।
সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
তিনি বলেন, নিহতদের পরিবারে খবর দেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।