কুমিল্লায় মোহামেডান-আবাহনী লড়াই

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

ঠিক চব্বিশ দিন পর আজ আবার ফুটবল মাঠে দ্বৈরথে নামবে মোহামেডান-আবাহনী। চব্বিশ দিন আগে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের খেলায় মোহামেডান-আবাহনী মুখোমুখি হয়েছিল। আজ সেই মাঠেই বেলা পৌনে ৩টায় মোহামেডান-আবাহনী খেলতে নামবে। এটি ফেডারেশন কাপ ফুটবলে গ্রুপ পর্বের খেলা। লিগের খেলায় মোহামেডান জিতেছিল ১-০ তে, সুলায়মান দিয়াবাতের গোলে।

গ্রুপ পর্বে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নেমেছে মোহামেডান-আবাহনী। এরই মধ্যে ভালো অবস্থানে রয়েছে রহমতগঞ্জ। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে পুরান ঢাকার দল। টপকে যেতে হলে দুই দলই লড়াই করছে। মোহামেডান কিংবা আবাহনী, কারোই সেমিফাইনাল নিশ্চিত হয়নি। শীর্ষে থাকা রহমতগঞ্জেরও না। তবে তিন দলের মধ্যেই দুই দল সেমিফাইনালে যাবে সেটি অনুমান করা যাচ্ছে। কারণ গ্রুপে থাকা ফকিরেরপুল ইয়ংমেন্স কিংবা চট্টগ্রাম আবাহনীর অবস্থা ভালো না।

সুলায়মান দিয়াবাতে লিগের ১ ম্যাচ খেলেননি। ইনজুরিতে থাকলেও মাঠে ফেরার মতো পরিস্থিতি ছিল। কিন্তু মোহামেডান কোচ আলফাজ আহমেদ অধিনায়ক সুলায়মান দিয়াবাতেকে মাঠে নামাননি, বিশ্রামে রেখে ছিলেন। ফুটবল ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব ঢাকায় জানিয়ে গেছেন দিয়াবাতে আবাহনীর বিপক্ষে নামবেন।

মোহামেডান হচ্ছে ফেডারেশন কাপের রানার্সআপ দল। ময়মনসিংহে হওয়া ফেডকাপের গত ফাইনালে বসুন্ধরা কিংসের কাছে ২-১ গোলে হেরেছিল মোহামেডান। আর সেমিফাইনালে কিংসের কাছেই হেরেছিল আবাহনী। এবার সেমিফাইনালে ওঠাই মোহামেডান এবং আবাহনীর জন্য চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। না জিতলে বিদায়ের ঘন্টা বেজে যেতে পারে। টুর্নামেন্টের গত আসরে গ্রুপ পর্ব মোহামেডান ২-১ গোলে হারিয়েছিল আবাহনীকে। ২০২২ সালে ৩০ মে কুমিল্লায় ফেডারেশন কাপ ফুটবলের রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকিংয়ে আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর চ্যাম্পিয়ন হয় মোহামেডান।

এবারের মোহামেডান-আবাহনীর লড়াইটাও ভিন্ন। মোহামেডান বিদেশি নির্ভর হলেও আবাহনী খেলছে দেশি ফুটবলারদের নিয়ে। তারা এ মৌসুমে বিদেশি সংগ্রহ করেনি , অর্থের সংকটে। জুলাই আগস্টে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারনে আবাহনীকে কোনো বিদেশি আসতেও চায়নি। বিদেশি না থাকলেও আবাহনীর বিপদের দিনে কোচ হয়ে হাল ধরেছেন মারুফুল হক। মাঠের গেম প্ল্যানিংয়ে মারুফ দক্ষ। লিগের ম্যাচে মোহামেডান জিতলেও অল্পের জন্য বেঁচে গিয়েছিল আলফাজের মোহামেডান। বসুন্ধরা কিংসকে হারিয়েছে ১-০ গোলে। আজকে মোহামেডানকে আটকে দিতেও পারে মারুফের আবাহনী।