কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৩০

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৩

দাউদকান্দি  (কুমিল্লা) প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আজ শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে নিউজ পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুল ইসলাম।

তিনি বলেন, আজ শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি বলেন, ঘটনার সময় ঢাকা থেকে কুমিল্লার দিকে ছেড়ে আসা মিয়ামি এয়ারকন নামক একটি যাত্রীবাহী বাস দাউদকান্দির রায়পুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় কেউ মারা না গেলেও অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করা হয়েছে। এখন বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় মহাসড়কের ঢাকা লেনে তীব্র যানজট সৃষ্টি হয়। আমরা যানজট নিরসনে কাজ করছি। তবে চট্টগ্রাম লেনে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।