কুমিল্লায় সিকিউরিটি গার্ডের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে আবুল হাশেম (৬৫) নামে হাত-পা বাঁধা অবস্থায় মোবাইল নেটওয়ার্ক কোম্পানির টাওয়ারের দায়িত্বে থাকা এক সিকিউরিটি গার্ডের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আক্তার উজ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আবুল হাশেম ময়মনসিংহ জেলায় বাসিন্দা বলে জানা গেছে। তিনি দীর্ঘ ১৫-২০ বছর যবৎ মোবাইল নেটোওয়ার্ক কোম্পানি রবি’র টাওয়ারে নিরাপত্তার দায়িত্বে নিয়জিত ছিলেন।

স্থানীয়রা জানান, শনিবার ভোরে উপজেলার ফালগুনকরায় অবস্থিত রবি’র টাওয়ারে দায়িত্বরত সিকিউরিটি গার্ড আবুল হাশেমের মরদেহ হাত-পা ও মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। শুক্রবার দিবাগত রাতে দুষ্কৃতকারীরা হাসেমকে হত্যা করেছে।
সিকিউরিটি কোম্পানির এন্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিসের সুপারভাইজার আনোয়ার হোসেন জানান, নিহত আবুল হাশেম ছাড়াও হাফেজ সফি উল্লাহ সিকিউরিটি গার্ড হিসেবে ফাল্গুনকরা রবি টাওয়ারে দায়িত্ব পালন করেন। তবে তিনি ঘটনার দিন ছুটি ছাড়াই অনুপস্থিত ছিলেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আক্তার উজ জামান বলেন, সিকিউরিটি গার্ড আবুল হাশেমকে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে নেটওয়ার্ক কোম্পানির কোনো মালামাল লুট হওয়ার আলামত পাওয়া যায়নি। ঘটনাস্থলে সিআইডি ও পিবিআই কর্মকর্তারা রয়েছেন। হত্যার রহস্য উদঘাটনে যৌথভাবে চেষ্টা করা হচ্ছে।