
কুমিল্লা প্রতিনিধি:
সারাদেশে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। এবারের পরীক্ষায় কুমিল্লা বোর্ডে বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা। এদিকে নকল মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে বোর্ড কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এছাড়াও প্রশ্নপত্র ফাঁসের গুজব প্রতিরোধে মাঠে থাকছে প্রশাসনের কঠোর নজরদারি।
বোর্ড সূত্রে জানা যায়, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর নিয়ে কুমিল্লা শিক্ষাবোর্ড। এবার বোর্ডের অধীন এ ৬ জেলার ২৭৩ কেন্দ্রে ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা। এর মধ্যে অনিয়মিত পরীক্ষার্থী ২৬ হাজার ২১৫ জন। পরীক্ষার্থীদের মধ্যে মেয়ে ৯৯ হাজার ৫৩০ জন এবং ছেলে ৭০ হাজার ১৫০ জন। ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থী ২৯ হাজার ৩৮০ জন বেশি। পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৫৯ হাজার ৩৬৬ জন, মানবিক বিভাগে ৫৫ হাজার ৬৫২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৪ হাজার ৬৬২ জন।
২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৫৫ হাজার ৯৩২ জন। এ বছর পরীক্ষার্থী বেড়েছে ১৩ হাজার ৭৪৮ জন। এবারও ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থী বেশি।
কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজ বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে সবাই মিলে আমরা তা কাটিয়ে উঠতে পেরেছি। আশা করি পরীক্ষার্থীরা ভাল ফলাফল করবে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম সমকালকে বলেন, আমরা নকলমুক্ত ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। ইতোমধ্যে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে প্রশ্ন চলে গেছে। কেন্দ্র সচিবদের সঙ্গে সভা হয়েছে। স্থানীয় প্রশাসনও সব ধরনের সহায়তা করছে।
এদিকে নির্বিঘ্নে পরীক্ষা শেষ করতে জেলা প্রশাসন নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার বলেন, কেন্দ্রের ২শ গজ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে সকল কোচিং সেন্টার। প্রশ্ন ফাঁসের গুজব প্রতিরোধে বিশেষ নজরদারি করবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।