কুয়াশায় ঢাকা পঞ্চগড়, তাপমাত্রা ১০.৫ ডিগ্রি

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫

পঞ্চগড় প্রতিনিধি:

দুই দিন ধরে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। শীতের তীব্রতা বেড়েছে, ফলে এলাকায় সৃষ্টি হয়েছে এক নাকাল অবস্থা। বেলা বাড়লেও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট।

কুয়াশার কারণে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে রেখে চলাচল করতে দেখা গেছে। লোকজন খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার একই তাপমাত্রা রেকর্ড হয়েছিল। দিনের তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

দুইদিন ধরে ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জেলার প্রকৃতি। বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের। জীবিকার তাগিদে কাজে বের হতে দেখা গেছে ভ্যানচালক, পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর থেকে নিম্ন আয়ের মানুষদের। তাপমাত্রা উঠানামায় পাল্লা দিয়ে বেড়েছে জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ অন্যান্য রোগ লেগেই আছে।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ গণমাধ্যমকে বলেন, দুই দিন ধরে তাপমাত্রা বেড়ে ১০ ডিগ্রির ওপরে রেকর্ড হচ্ছে। এ জেলায় দুই দিন ধরে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার একই তাপমাত্রা রেকর্ড হয়েছিল। দিনের তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।