কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি রাজু ভাস্কর্যে গণতান্ত্রিক ছাত্রসংসদের অনশন

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫

বন্যা আক্তার:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অন্তত ১৫ জন নেতাকর্মী।

মঙ্গলবার দিবাগত রাত ১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এই অনশন শুরু করেন। বুধবার সকাল ১০টার দিকে দেখা যায়, তারা রাজু ভাস্কর্যে ব্যানার বিছিয়ে শুয়ে-বসে অবস্থান করছেন।

এর আগে মঙ্গলবার বিকেল ৫টা থেকে প্রতীকী অনশন করছিলেন ছাত্রসংসদের নেতাকর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অনশনকারীদের একজন মারুফ হাসান বলেন, কুয়েট ভিসির পদত্যাগের আগ পর্যন্ত আমরা এই আমরণ অনশন চালিয়ে যাব। কুয়েটে আমাদের একটি প্রতিনিধিদল গেছে। আশা করছি, আজই এর সমাধান হবে।

ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব মহির আলমসহ আরও অন্তত ১৫ জন নেতাকর্মী এই অনশনে অংশ নিয়েছেন। অন্যান্যের মধ্যে রয়েছেন-লিমন মাহমুদ, রেজওয়ান আহমেদ রিফাত, সাকিব আহমেদ, সাব্বির উদ্দিন, আহনাফ রহমান, আনিকা তাহসিনা ও সায়লা আক্তার।

এর আগে মঙ্গলবার রাত ১০টার মধ্যে কুয়েট উপাচার্য পদত্যাগ না করায় শতাধিক শিক্ষার্থী রাজু ভাস্কর্যে জড়ো হন। পরে রাত ১০টা ৪০ মিনিটে সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এতে শাহবাগ মোড়ে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এরপর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।