
ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের ২০২৫-২০২৬ দ্বি বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) আল রাই পৌরসভার হলে অ্যাসোসিয়েশনের সব নেতাদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।
পুরাতন কমিটি বিলুপ্ত করে উপদেষ্টা সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনকে দায়িত্ব দেওয়া হয়ে ছিল। তারা দায়িত্ব নেওয়ার পরে সংগঠনের সবার সমর্থনে নতুন কমিটি গঠন করেন। সে সময় নির্বাচনের প্রসঙ্গ তুললে কমিটির নেতারা ওপেন সমর্থনের মাধ্যমে জাহাঙ্গীর খান পলাশকে পুনরায় সভাপতি পদে রাখার দাবি তুলেন। বিপরীতে অন্য কেউ নিজ থেকে সভাপতি পদে প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা না করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাহাঙ্গীর খান পলাশ সভাপতির দায়িত্ব পান। সাধারণ সম্পাদক পদে মোয়াজ্জেম হোসেন, শহিদ ইসলাম, কাসাদুল তিনজনের নাম প্রস্তাবনায় আসলেও সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়ে মোয়াজ্জেম হোসেন পুনরায় সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। এছাড়া আনোয়ার কালাম সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়ে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান।
নির্বাহী কমিটির মনির হোসেন, সহকারী আবুল হাসেম, টিমেরগুলোর টেকনিক্যাল প্রধান হিসেবে মোস্তাফিজ এবং সহকারী হিসেবে ইসমাইল হোসেন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সরওয়ার্দী (সারোয়ার), বাণিজ্যিক ব্যবস্থাপক গাজী, কোষাধ্যক্ষ হিসেবে কাসাদুল কে দায়িত্ব দিয়ে কমিটির আংশিক ঘোষণা করা হয়।নব কমিটির সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, নির্বাহী কমিটির প্রধান মনির হোসেন, মোহাম্মদ সরওয়ার্দী , সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনকে পূর্ণাঙ্গ কমিটির গঠনের দায়িত্ব দিয়ে নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে অব্যাহতি নেন সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন।
বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতে প্রবাসী বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের মিলন মেলা। যেখানে অসংখ্য প্রবাসী বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের অসংখ্য টিম রয়েছে যারা কুয়েতের মাটিতে দেশের সুনাম বয়ে এনে চলেছেন।