কুষ্টিয়ায় আদালত চত্বরে হামলা, আইনজীবী সমিতির নির্বাচনী ক্যাম্প ভাঙচুর

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

কুষ্টিয়া প্রতিনিধি:

 

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনী ক্যাম্পে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কুষ্টিয়া আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

হামলায় মুজিবুল হক নামের এক শিক্ষানবিশ আইনজীবী আহত হয়েছেন। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ২৮ ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন (২০২৫-২০২৬) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন ঘিরে কুষ্টিয়া আদালত চত্বরে নির্বাচনী ক্যাম্প স্থাপন করেছেন প্রার্থীরা। সোমবার বেলা ১১টার দিকে ৩০-৪০ জনের একটি দল হাতে লাঠি-সোটা নিয়ে সেখানে হঠাৎ হামলা চালায়। এসময় নির্বাচন বন্ধের দাবিতে স্লোগান দেওয়ার পাশাপাশি ছিঁড়ে ফেলা হয় প্রার্থীদের নির্বাচনী ফেস্টুন, ভাঙচুর করা হয় ক্যাম্প। এতে আদালত পাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার ভিডিও ধারণ করায় কয়েকজন আইনজীবীর মোবাইল ছিনিয়ে নেয় হামলাকারীরা।

সরকারি কৌশুলী (পিপি) খন্দকার মো. সিরাজুল ইসলাম জানান, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সবার প্রত্যাশা। আশা করছি যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রউফ জানান, ২৮ ফ্রেব্রুয়ারি নির্বাচন সফল করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এ হামলার ঘটনা দু:খজনক। তবে এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।

কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, নির্বাচনে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ-মজিদ প্যানেল ও একই দলের বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট ড. মাহাতাব-শাতিল প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাছাড়া স্বতন্ত্র প্যানেলে রয়েছেন অ্যাডভোকেট হারুন-রিপন প্যানেল। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭টি পদের বিপরীতে মোট ভোটার ৪৬০ জন। ২৮ ফেব্রুয়ারি সমিতির নিজস্ব ভবনে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে একটানা বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।