কুসিকের দেড় কোটি টাকার ‘রোড সুইপার’ পড়ে আছে গ্যারেজে

এটি নগরীর সড়কের 'উপযোগী' নয়

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি:

 

‘রোড সুইপার’ বা ‘সড়ক পরিচ্ছন্নতার যন্ত্র’। কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) এলাকার সড়কের ধুলাবালু ও ময়লা-আবর্জনা পরিষ্কার করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেওয়া দেড় কোটি টাকার এ ‘রোড সুইপার বা সড়ক পরিচ্ছন্নতার যন্ত্র’ ট্রাকটি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। নগরীর সড়কের জন্য উপযোগী না হওয়ায় কয়েক দিন ব্যবহারের পর এটি কুসিকের কার গ্যারেজে ফেলে রাখা হয়েছে। নগরীর রাস্তার জন্য আরো শক্তিশালী যন্ত্র প্রয়োজন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কুসিক সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ২০২০ সালের সেপ্টেম্বরে কুসিকের জন্য একটি রোড সুইপার ট্রাক দেওয়া হয়। এ যন্ত্রটি দিনে প্রায় ৩০ কিলোমিটার রাস্তা পরিস্কার করে ৮৫০ কেজি ময়লা সংগ্রহ করতে সক্ষম। শুরুতে কয়েক দিন এটি ব্যবহার করা হয়। পরে এটি ব্যবহারের সময় বাতাসে ব্যাপক ধুলা ওড়ার কারণে পরিবেশ নষ্ট ও পথচারীদের স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি হয়।

এ ছাড়া সড়কে দৈনিক যে পরিমাণ ধুলা জমে তা পরিষ্কার করতে এই সুইপার ট্রাক যথেষ্ট নয়। ধুলার সঙ্গে রাস্তায় থাকা নানাবিধ আবর্জনার কারণে অল্প সময় চালানোর পরই এ ট্রাক আর ধুলা টানতে পারে না। কুসিক সূত্র জানায়, শুরুতে কয়েক মাস এটি ব্যবহার করা হয়। রাস্তায় অধিক ময়লা-আবর্জনা থাকায় ময়লা পরিষ্কারে এই ট্রাক আর ঠিকমতো কাজ করছিল না।

কুসিকের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, রোড সুইপার ট্রাকগুলোর ভ্যাকুয়াম পাইপ ভারী, তাই ময়লা টানতে সক্ষম না। ফলে ১৫-২০ মিনিট চলার পর ঐ পাইপ জ্যাম হয়ে যেতে শুরু করে। এ কারণে ধীরে ধীরে এ ট্রাকের ব্যবহার কমিয়ে আনা হয়। কয়েক মাস চালানোর পর বর্তমানে এটি ওয়ার্কশপে অর্থাৎ কার গ্যারেজে পড়ে আছে। কুসিকের উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. ইদ্রিস মিয়া জানান, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যে রোড সুইপারটি কুসিকের জন্য দেওয়া হয়েছে, সেটি আমাদের দেশের পরিবেশের সঙ্গে একদমই মানানসই নয়।