কৃষকের ধান কেটে দেয়ায় ছাত্রলীগকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, মে ৪, ২০২০

ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই দুর্যোগে বিশেষ করে ছাত্রলীগ ধান কাটা ও ভূমিকা নিয়েছে। নিজের হাতে কাস্তে তুলে নিয়েছে। কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে। ছাত্রলীগের পাশাপাশি যুবলীগ, কৃষক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরাও মাঠে নেমে পড়েছে।

পুলিশ বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। ঝুঁকি নিয়ে তারা লাশ দাফন করছে।
সোমবার গণভবন থেকে রংপুর বিভাগের জেলাগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

এর আগে ২০ এপ্রিল ঢাকা বিভাগের কয়েকটি জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে ছাত্রলীগের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, জমির ধান এখন পাকতে শুরু করেছে। ধানকাটা নিয়ে সমস্যা যখন সৃষ্টি হল তখন আমি ছাত্রলীগকে নির্দেশনা দিয়েছি। তারা নিজ নিজ এলাকায় কৃষকের পাশে দাঁড়াচ্ছে। ধান কেটে দিচ্ছে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নিজেরাই হ্যান্ডস্যানিটাইজার বানিয়ে বিতরণ করছে। বাড়ি বাড়ি খাদ্য পৌঁছে দিচ্ছে। এ জন্য ছাত্রলীগকে ধন্যবাদ।