কৃষি ব্যাংকের ৭০ কোটি টাকা লোপাট, দুই মামলায় ৮ আসামি
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
ঋণের প্রায় ৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম এ.এইচ.এম গোলাম কিবরিয়া খানসহ ৮ জনের বিরুদ্ধে পৃথক দুই মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (৫ নভেম্বর) দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. আতিকুল আলম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম মামলায় মোট পাঁচজনকে আসামি করা হয়েছে। aআসামিরা হলেন- ঋণগ্রহীতা মেসার্স এন. এ কর্পোরেশনের মালিক মোহাম্মদ নুরুল আবছার, বাংলাদেশ কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা মোহাম্মদ হাশেম, সাবেক উপ-মহাব্যবস্থাপক এ.এইচ.এম গোলাম কিবরিয়া খান, কৃষি ব্যাংকের চট্টগ্রাম ষোলশহর শাখার সাবেক সহকারী মহাব্যবস্থাপক এস. কে. এস মুরশেদ ও পটিয়া শাখার সাবেক আঞ্চলিক ব্যবস্থাপক ইলিয়াছ।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পারস্পরিক যোগসাজশে প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজে লাভবান হয়ে ব্যাংকটির ষোলশহর শাখা থেকে ঋণ গ্রহণ করে পরিশোধ না করে ২০ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার টাকা আত্মসাৎ করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পারস্পরিক যোগসাজশে প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজে লাভবান হয়ে ব্যাংকটির ষোলশহর শাখা থেকে ঋণ গ্রহণ করে পরিশোধ না করে ২০ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার টাকা আত্মসাৎ করেছেন।