
নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় এক ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) সকালে উপজেলার সাঁতারখালি খাল পাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তারা মিয়া (৬৯) উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বাঁশাটি বাজারে কাঁচামালের ব্যবসা করেতেন।
কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা এসব তথ্য নিশ্চিত করেছেন।
পরিবারের বরাতে পুলিশ জানায়, শুক্রবার বিকালে বাড়ি থেকে মালামাল নিয়ে বিক্রির জন্য বাঁশাটি বাজারে যান তারা মিয়া। রাত ৮টা-৯টার মধ্যে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি। স্বজনরা রাতভর খোঁজাখুজি করেন। সকালে খালপাড়ে তারা মিয়ার মরদেহ দেখে মানুষ পুলিশকে খবর দেয়।
তারা মিয়ার ভাই সোলেমান মিয়া জানান, তার ভাইয়ের সঙ্গে কারও শত্রুতা ছিল না। কে বা কারা তাকে হত্যা করেছে তা ধারণা করতে পারছে না পরিবার। মরদেহের চোখ-মুখ ও কানে জখমের চিহ্ন রয়েছে।
সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পাশিাপাশি পিবিআইয়ের সদস্যরাও তদন্ত শুরু করেছেন। এছাড়া এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।