কেমন হলো আবাহনীর দল, শান্ত-নাহিদ রানার সঙ্গে থাকছেন কারা

প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

ক্রীড়া ডেস্ক :

নতুন বছর নতুন মৌসুম নতুন ক্রিকেটার দিয়েই শুরু হচ্ছে আবাহনীর ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) যাত্রা। গেল বছরের দল থেকে তিন জন ক্রিকেটারকে এবার দলে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। নতুন করে দলটির প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার। দায়িত্ব পেয়েই এগিয়ে চলেছেন দল গঠনে।
এখনো পর্যন্ত বেশ কিছু তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে আবাহনী। গেল বারের দল থেকে এবার খেলছেন নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, নাহিদ রানারা।

এদিকে মোহাম্মদ মিঠুন, মৃত্যুনঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, মেহেরব হোসাইন অহিন, রিপন মন্ডল, আনামুল হক, আফিফ হোসেনকে দলে ভিড়িয়েছে তারা।

এছাড়া মেহেদী হাসান, শাহরিয়ার কমল, নাঈমুর রহমান নয়ন, শামসুল অনিকরাও রয়েছেন দলে। ক্রিকেটারদের পাশপাশি দলের ট্রেনার হিসেবে থাকছেন ইফতেখার ইফতি। ফিজিও হিসেবে কাজ করবেন মোসাদ্দেদ সানি।

দেশের ঘরোয়া ক্রিকেটের একদিনের ফরম্যাটের বড় আসর এই ডিপিএল। বিপিএল শেষ না হতেই ডিপিএল উত্তাপ ছড়াতে শুরু করেছে। চলতি মাসের ২২ এবং ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারের আসরের দলবদল। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসের ৩ তারিখ মাঠে গড়াবে খেলা।