বিনোদন ডেস্ক:
নন্দিত কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল। ২০২৩ সালে ‘মেঘের নৌকা’, ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ গান দিয়ে শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছেন। ফের কোনাল নিয়ে আসছেন নতুন গানের মিউজিক ভিডিও। গানের শিরোনাম ‘দুষ্টু হাসি’। এতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ মিলন। জামাল হোসেনের কথায় এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল।
মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। এতে মিলনের সঙ্গে মডেল হয়েছেন মেহজাবীন চৌধুরী মেধা। রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে সম্প্রতি মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে।
গানটি প্রসঙ্গে কোনাল বলেন, ‘‘মিলনের সঙ্গে আমার গাওয়া আগের গানটি শ্রোতারা দারুণভাবে গ্রহণ করেছেন। সে বিষয়টি মাথায় রেখে ‘দুষ্টু হাসি’ গানটি করা হয়েছে। এই সময়ে শ্রোতারা যে ধরনের গান শুনেতে চান এটি তেমনই। গানের কথা অসাধারণ। সুরও ভালো হয়েছে। গানটিতে শ্রোতাদের বেশ সাড়া পাচ্ছি।’’
গীতিকার জামাল হোসেন বলেন, মিলন-কোনালের ‘পাই না তোকে’ গানটির সাফল্য আমাকে তাদের নতুন গান করার জন্য অনুপ্রাণিত করেছে। আমি আগের গানটির চেয়ে ভালো কিছু কথায় এটি সাজালাম। এখন সস্তা কথায় গান বেশি হচ্ছে। আমাদের অনেক গানেই শৈল্পিকতা পাই না। সব ঠিক রেখে সুন্দর একটি গান করতে আমি চেষ্টা করেছি।
কোনাল বর্তমানে একক গান ও প্লেব্যাক নিয়েও ব্যস্ত। গতকাল সন্ধ্যায় রাজধানীর রামপুরার একটি স্টুডিওতে ‘চলছে বিয়ের লগন’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এছাড়া নতুন সিনেমায় প্লেব্যাকও করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ গায়িকা।