কোয়ার্টারের আট দল চূড়ান্ত, কে কার মুখোমুখি

চ্যাম্পিয়ন্স লিগ

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াই শেষ হয়েছে। টাইব্রেকারে জিতে রিয়াল মাদ্রিদ ও পিএসজি শেষ আটে পা রেখেছে। অন্যদিকে আর্সেনাল, অ্যাস্টন ভিলা বড় ব্যবধানে জিতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। বায়ার্ন মিউনিখ কিংবা বার্সেলোনারও দুর্ভোগ পোহাতে হয়নি। নির্ধারিত সময়ের ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড ও লিলির ম্যাচটাই কেবল জমে উঠেছিল। যেখানে জার্মান ক্লাবটি ৩-২ গোলে জিতে শেষ আটে এসেছে।

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর লড়াইয়ে বুধবার রাতে রিয়াল মাদ্রিদ টাইব্রেকারে ৪-২ ব্যবধানে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে শেষ আটে এসেছে। আর্সেনাল দ্বিতীয় লেগে ২-২ গোলে পিএসভির সঙ্গে সমতা করে। তবে প্রথম লেগে ৭-১ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে ৯-৩ গোলে জিতেছে।

অ্যাস্টন ভিলা ক্লাব ব্রুগের বিপক্ষে দ্বিতীয় লেগে ঘরের মাঠে ৩-০ গোলে জিতেছে। প্রথম লেগে ইংলিশ ক্লাবটি ৩-১ গোলে জিতেছিল। দুই লেগ মিলিয়ে ৬-১ গোলে জিতেছে উনাই এমেরির দল। এর আগে টাইব্রেকারে লিভারপুলকে হারিয়েছে পিএসজি। বায়ার্ন দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে বায়ার লেভারকুসেনকে হারিয়েছে। ইন্টার মিলান দুই লেগে ৪-১ গোলে ফায়েনুর্ডকে হারিয়ে শেষ আটে এসেছে।

কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ পেয়েছে ইংলিশ ক্লাব আর্সেনালকে। বার্সেলোনা পেয়েছে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডকে। অ্যাস্টন ভিলা খেলবে পিএসজির বিপক্ষে। বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান মুখোমুখি হবে।
আট দল আগামী ৮ ও ৯ এপ্রিল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ এবং ১৫ ও ১৬ এপ্রিল দ্বিতীয় লেগে মাঠে নামবে।

প্রথম লেগে ৮ এপ্রিল মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল এবং বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান। পরদিন পিএসজি ও অ্যাস্টন ভিলা এবং বার্সেলোনা ও ডর্টমুন্ডের ম্যাচ মাঠে গড়াবে। দ্বিতীয় লেগে ১৫ এপ্রিল পিএসজি ও অ্যাস্টন ভিলা এবং বার্সেলোনা ও ডর্টমুন্ড মুখোমুখি হবে। ১৬ এপ্রিল রিয়াল ও আর্সেনাল এবং বায়ার্ন ও ইন্টার মিলানের ম্যাচ। কোয়ার্টারের দুই লেগ মিলিয়ে জয়ী দল যাবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে।