
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল হাসানাত বকাউল (৩৫) ও খোরশেদ আলম বকাউল (৫০) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ শে মার্চ ) সন্ধ্যায় কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হাসানাত ও খোরশেদ আলম ওই গ্রামের বকাউল বাড়ির কবির হোসেন বকাউলের ছেলে।
পুলিশ জানান, দুই ভাই সেচ পাম্প দিয়ে ধান ক্ষেতে পানি দিতে গিয়ে বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাদেরকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, “বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যুর খবরটি আমারা পেয়েছি। পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতদের পরিবার পক্ষ থেকে অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”