খড়বোঝাই ট্রাকের আগুনে চালকসহ আহত ২

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৩

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার দুপচাঁচিয়ার ধাপসুলতানাগঞ্জ হাট সড়কে একটি খড়বোঝাই ট্রাক আগুনে পুড়ে গেছে। আজ রোববার (৩ ডিসেম্বর) বিকেলে লাগা এ আগুনে ট্রাকের চালক আয়নুল হক ও স্থানীয় পথচারী মোফাজ্জল আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিটের অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।


দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, এটি কোনও নাশকতা নয়, রাস্তায় ঝুলন্ত বৈদ্যুতিক তারের সংস্পর্শে খড়ে আগুন ধরে যায়। ট্রাকের আগুনে চালকসহ দুজন আহত হয়েছেন। এছাড়া রাস্তার পাশের একটি দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চালক আয়নুল হক জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মোলামগাড়ী থেকে ট্রাকে খড় বোঝাই করে বগুড়ার দিকে আসছিলেন। বিকেল ৫টার দিকে ট্রাকটি দুপচাঁচিয়ার ধাপসুলতানগঞ্জ হাট পার হয়ে মেইল বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে স্থানীয়রা ট্রাকের খড়ে আগুন জ্বলতে দেখেন। তাদের সংকেত পেয়ে চালক ট্রাক থামান। এ সময় খবর পেয়ে দুপচাঁচিয়া ও কাহালু ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। ফায়ারকর্মীরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। এ সময় ট্রাকের আগুনে সড়কের পাশে একটি দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়। এতে ট্রাকের চালক আয়নুল হক ও মোফাজ্জল হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি আহত হন।


দুপচাঁচিয়া ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার কহির উদ্দিন দেওয়ান বলেন, ট্রাকে অতিরিক্ত খড় ছিল। উঁচু করে খড় রাখায় রাস্তায় বিদ্যুৎ সঞ্চালন তারের সঙ্গে সংর্ষণে আগুন ধরে যায়। আগুনে ট্রাকের সামনের অংশ ও খড় পুড়ে যায়।
খবর পেয়ে দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী ও সহকারী কমিশনার (ভ‚মি) লিজা আক্তার বিথী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।