খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় গ্রেফতার ৫

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৪

খাগড়াছড়ি প্রতিনিধি:

পার্বত্য খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতায় কেএসটিসি ডায়াগনস্টিক সেন্টার ভাঙচুরের মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে খাগড়াছড়ি সদরের শালবন ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- লুৎফুর রহমান, নূর মোহাম্মদ, ইসলাম হোসেন, শাহজাহান ও মো. কামরুল।
গেল ১ অক্টোবর খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানা নামে এক শিক্ষককে পিটিয়ে হত্যা করে পাহাড়ি শিক্ষার্থী ও বহিরাগতরা। এ ঘটনাকে কেন্দ্র করে জেলা সদরের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে। এসময় কল্যাণপুরে কেএসটিসি হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। ঘটনার পর ১০০-১৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন ভুক্তভোগী কল্যাণী চাকমা।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, সহিংসতা চলাকালে জেলা শহরের কল্যাণপুর এলাকার কেএসটিসি নামে ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর ও লুটের ঘটনায় করা মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।