‘খারাপ নয় আবার যথেষ্ট ভালোও নয়’ : আরচ্যারি কোচ

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫

ক্রীড়া ডেস্ক :

থাইল্যান্ড থেকে এশিয়া কাপ আরচ্যারি খেলে দেশে ফিরেছে বাংলাদেশ দল। এশিয়া কাপ থেকে বাংলাদেশ কোনো পদক পায়নি। এবারের বাংলাদেশ দলে রিকার্ভে ছিলেন না রোমান, দিয়া, রুবেল ও কম্পাউন্ডে আশিকুজ্জামান। বাংলাদেশ আরচ্যারির জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক এশিয়া কাপের ফলাফল পর্যালোচনা করলেন এভাবে, ‘২৫ এশিয়ান দেশের পাশাপাশি অস্ট্রেলিয়াও ছিল। বছরের শুরুতে ভালো একটি টুর্নামেন্ট বাংলাদেশে জন্য। পডিয়াম (পদক) অর্জন হয়নি। রেজাল্ট নট ব্যাড এন্ড নট গুড এনাফ।’দলগতের চেয়ে রিকার্ভ পুরুষের পারফরম্যান্স একটু এগিয়ে রাখলেন,‘রিকার্ভ পুরুষে সাগর পঞ্চম (কোয়ার্টার থেকে বিদায়) হয়েছে। ব্যক্তিগত ইভেন্টের মধ্যে এটাই ভালো ফলাফল হয়েছে। রিকার্ভ পুরুষ বিভাগে শুট অফে অস্ট্রেলিয়ার কাছে হারলেও নারীতে প্রথম রাউন্ডেই সিঙ্গাপুরের কাছে হারাটা কষ্টদায়কই।’

এবার থাইল্যান্ড যাওয়া অনেক আরচ্যারই প্রথমবারের মতো জাতীয় দলে খেলছেন। বিষয়টি স্মরণ করিয়ে মার্টিন বলেন,‘রুবেল, রোমান দিয়া, আশিকুজ্জামানের পরীক্ষিত ও অভিজ্ঞ আরচ্যার এবার ছিল না। এটিও একটি বিষয়। ভবিষ্যতের জন্য আমরা কাজ করছি।’

মে মাসে চীনের সাংহাইয়ে রয়েছে বিশ্বকাপ আরচ্যারির টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের জন্য দলকে প্রস্তুত করাই এখন মার্টিনের লক্ষ্য,‘ কয়েক দিনের মধ্যে বিশ্বকাপের দলের জন্য ট্রায়াল হবে। বিশ্বকাপে আমরা ভালো কিছু করতে চাই।’

দলীয় অনেক খেলার বিশ্বকাপ বা মহাদেশীয় টুর্নামেন্ট চার বছর পর পর হলেও আরচ্যারিতে বিশ্বকাপ ও এশিয়া কাপ প্রতি বছরই হয়। বিশ্ব চ্যাম্পিয়নশীপ অবশ্য দুই বছর পর পর হয়। যেটাকে আরচ্যারির সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতা হিসেবে গণ্য করা হয়।