খালুবাড়ি বেড়াতে এসে ডামুড্যায় পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যু
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ডামুড্যায় খালুবাড়ি বেড়াতে এসে পানিতে পড়ে মো. ইয়াসিন (৮) ও তার বড় বোন জুই (১২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে আনুমানিক ২টার দিকে তাদেরকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
মৃত দুই শিশু ডামুড্যা উপজেলার হানিফ মিয়ার সন্তান। পরিবারসহ হানিফ মিয়া ঢাকা থাকতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে উপজেলার কনেশ্বর ইউনিয়নের আতলাকুড়ি গ্রামের মিলন মিয়ার বাড়িতে বেড়াতে আসে ইয়াসিন (৮) ও তার বড় বোন জুই (১২)। তারা দুপুরে বাড়ির উঠানে খেলতে যায়। পরিবারের লোকজন তাদেরকে উঠানে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করে। পরে পুকুরে নেমে খোঁজ করলে তাদেরকে পাওয়া পায়।
সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কনেশ্বর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু কালের কণ্ঠকে বলেন, মিলন মোল্লাদের বাড়িতে বেড়াতে আসা দুই ছেলে মেয়ে পানিতে পড়ে মৃত্যু হয়। ওই পরিবারের সবাই ঢাকা থাকে। তারা সাঁতার জানত না।