
খুলনা প্রতিনিধি:
খুলনা থেকে প্রকাশিত ‘দৈনিক দেশ সংযোগ’ পত্রিকা অফিসে দিন দুপুরে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলার খবর পেয়ে খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন।
আজ মঙ্গলবার (২০ জুন) দুপুরে নগরীর ৪০ বেণী বাবু রোডের জাহান মঞ্জিলের নিচতলায় অবস্থিত পত্রিকাটির অফিসে এ হামলার ঘটনা ঘটে। এ সময় পত্রিকা অফিসের পাশের একটি প্রিন্টিং প্রেসের দরজা-জানালাতেও হামলা হামলা করা হয়।
জানা গেছে, দুপুর ১টা ৩ মিনিটের দিকে ৬-৭জন যুবক চাপাতি ও হাতুড়িসহ ধারালো অস্ত্র নিয়ে বেণী বাবু রোডের জাহান মঞ্জিলের নিচতলায় ‘দৈনিক দেশ সংযোগ’ অফিসে হামলা চালায়। এ সময় তারা পত্রিকা অফিসের দরজা ও জানালার গ্রিল এবং একটি প্রিন্টিং প্রেসের কাচের দরজা কুপিয়ে ও হাতুড়ি দিয়ে ভাঙচুর করে। হামলার সময় আরও বেশ কয়েকজন যুবক চারটি মোটরসাইকেলে বাইরে পাহারায় ছিল।
‘দৈনিক দেশ সংযোগ’এর সম্পাদক ও খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সী মো. মাহবুব আলম সোহাগ বলেন, দুপুরে সন্ত্রাসীদের হামলার সময় তিনি অফিসের একটি রুমে নামাজ পড়ছিলেন। হঠাৎ ৬-৭জন সন্ত্রাসী চিৎকার করতে করতে এসে অফিসের দরজা ও জানালার গ্রিল কুপিয়ে ও হাতুড়ি দিয়ে ভাঙচুর করে। এ সময় চারটি মোটরসাইকেলে আরও বেশ কয়েকজন যুবক অফিসের বাইরের রাস্তায় অপেক্ষায় ছিল।
তিনি আরও বলেন, গত ১৩ এপ্রিল ‘দেশ সংযোগ’ পত্রিকায় মাদক ও জুয়া নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। তিনি ধারণা করছেন, ঐ রিপোর্টের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। হামলার ঘটনার পর থেকে তিনি চরম আতঙ্কে ভুগছেন। এ ঘটনায় মামলা করবেন বলে তিনি জানান।
খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন বলেন, ‘দৈনিক দেশ সংযোগ’ অফিসে হামলার ঘটনায় বিকাল ৫টা পর্যন্ত কোনো মামলা হয়নি। আমরা ঘটনাটির তদন্ত করছি। দ্রুত অপরাধীদের চিহ্নিতসহ গ্রেপ্তার করে ফেলব।