খেলা বিদেশি সাংবাদিকদের আগ্রহের তুঙ্গে নাহিদ রানা, প্রশ্নবানে শান্ত

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

ক্রীড়া ডেস্ক :

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশ দল এখন দুবাইতে। নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তার আগে আজ (বুধবার) দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশের শক্তির জায়গা দলের পেস ব্যাটারি। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও ঘুরেফিরে এসেছে টাইগার পেসারদের প্রসঙ্গ। একাধিক প্রশ্ন করেছেন বিদেশি সাংবাদিকরা। বিশেষ করে গতিময় পেসার নাহিদ রানাকে নিয়ে আলাদা করে বেশ কয়েকটি প্রশ্ন করেছে। সবগুলো প্রশ্নের উত্তরই দিয়েছেন অধিনায়ক শান্ত।

শান্ত বলেন, ‘রানা অবশ্যই দেখেন যে রকম বোলিং করছে ওর উপর একটু বাড়তি নজর থাকবেই। কিন্তু ওকে দেখে কখনো মনে হচ্ছে না যে ও প্রেসারে আছে, ও নরমাল আছে। ঠিকমতো অনুশীলন করে যাচ্ছে, কালকে যদি ওর খেলার সুযোগ হয় তাহলে অবশ্যই সেরাটা দেবে আমি বিশ্বাস করি।’

সবশেষ বিপিএলে টানা ৮ ম্যাচ খেলেছিলেন নাহিদ রানা। পরে দেখা গিয়েছিল প্রথম দিকের মতো বল হাতে গতি তুলতে ব্যর্থ হচ্ছিলেন তিনি। তবে বর্তমানে ঠিক আছেন রানা এমনটাই মনে করেন অধিনায়ক শান্ত।

তিনি বলছিলেন, ‘রানা ঠিক আছে অবশ্য অনেকগুলো ম্যাচ একসাথে খেলেছে। এখন মোটামুটি ঠিক আছে। ফিজিও এবং ট্রেনার খুব ভালো মতো ওর ওয়ার্কলোডটা ম্যানেজ করছে। ও যদি কালকে খেলার সুযোগ পায় আমার মনে হয় যে ফ্রেশই থাকবে। এবং ভালোভাবেই খেলার জন্য প্রস্তুত আছে।’