গতিসীমা বাড়ানো হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫


নিজেস্ব প্রতিবেদক:

 

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের গতিসীমা ৬০ কিলোমিটার থেকে বাড়িয়ে ৮০ কিলোমিটার করা হয়েছে। এর চেয়ে বেশি গতিসীমায় যানবাহন চালালে মামলা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত থেকে এই গতিসীমা কার্যকর করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (অপারেশন ও মেইনটেন্যান্স) কোম্পানি লিমিটেডের যান চলাচল, সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান। তিনি সংবাদমাধ্যম প্রথম আলোকে জানান, ডিএমপি এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাত থেকে ৮০ কিলোমিটার গতিসীমা কার্যকর করা হয়েছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ডিজিটাল বোর্ডে যানবাহন চলাচলের নতুন গতিসীমা জানানো হচ্ছে। রাস্তার পাশে ৮০ কিলোমিটার লেখা সংকেত বসানো হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতিতে যানবাহন চালালে ভিডিও দেখে ২১ ফেব্রুয়ারি থেকে মামলা দেবে ডিএমপি।

এ দিন সংবাদ সম্মেলনে হাসিব হাসান খান বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, ১০০ কিলোমিটারের বেশি গতিসীমা অতিক্রম করলে মামলা করার জন্য আমরা পুলিশকে বলব। মামলা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে হবে।”