গবেষণার উদ্দেশ্যে বাংলাদেশ-মরিশাস বিজ্ঞানীদের সমুদ্রযাত্রা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
গবেষণার উদ্দেশ্যে সমুদ্রযাত্রায় অংশ নিয়েছেন বাংলাদেশ ও মরিশাসের বিজ্ঞানীরা। এ জন্য বিজ্ঞানীরা ২৯ জুন ভারতের গবেষণা জাহাজ ‘সাগর নিধি’তে যাত্রা করেন। ৩৫ দিনের এই যাত্রায় সামুদ্রিক তথ্য নিয়ে যৌথভাবে গবেষণা করা হবে। অভিযান চলাকালে বিজ্ঞানীরা সামুদ্রিক পরিবেশের পরিবর্তন ও সমুদ্রের পরিমিতিসমূহ পরিবর্তনের পূর্বাভাস প্রদান করা এবং তা নিয়ন্ত্রণ করার লক্ষ্যে সামুদ্রিক তথ্য নিয়ে যৌথভাবে গবেষণা করবেন। ভারত মহাসাগর কেন্দ্রিক নিরাপত্তা গ্রুপিং কলম্বো সিকিউরিটি কনক্লেভে কনক্লেভের (সিএসসি) পরিকাঠামোর অধীনে এই যাত্রা হয়।
সমুদ্রযাত্রা পরিচালিত হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস (আইএনসিওআইএস) কর্তৃক। এটি ২০২২ সালের নভেম্বরে গোয়া ও হায়দ্রাবাদে অনুষ্ঠিত প্রথম সিএসসি ওশানোগ্রাফার ও হাইড্রোগ্রাফার সম্মেলন থেকে উদ্ভূত একটি ফল।