গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে একটি গরুর হাট দখলে স্থানীয় বিএনপির দুই নেতা পাঁয়তারা করছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার এর প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও সংবাদ সম্মেলনে এমন বক্তব্য দেন জামালপুর বাজার গরুর হাট সমিতির সদস্যরা। তবে বিএনপি নেতারা বিষয়টি অস্বীকার করেছেন।
ওই হাটটি পড়েছে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে। সংবাদ সম্মেলনে গরুর হাট সমিতির সদস্য দেওয়ান ইব্রাহিম লিখিত বক্তব্যে বলেন, জামালপুর চৌরাস্তা এলাকায় নিজস্ব জমি রয়েছে এমন ২৬৬ জন বাসিন্দা ১৯ বছর আগে ওই গরুর হাট স্থাপন করেন। যদিও তা এক পর্যায়ে সরকারের হাটবাজার তালিকায় চলে যায়। আওয়ামী লীগের স্থানীয় নেতা এমদাদ হোসেন তুলা মিয়ার নামে সরকারের কাছ থেকে ৩৫ লাখ টাকায় ইজারা এনে হাটটি পরিচালনা করা হচ্ছে।
সেখানে বলা হয়, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোশারফ হোসেন রবিন ও সাধারণ সম্পাদক লুবান দেওয়ানের নেতৃত্বে তাদের কিছু নেতাকর্মী হাটটি দখলের পাঁয়তারা করছেন। এ বিষয়ে ইতোমধ্যে বিএনপি মহাসচিবের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
শুক্রবারের কর্মসূচিতে অংশ নেন বাজার কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফ হোসেন, কোষাধ্যক্ষ একরামুল কবির রাসেল, বাজার বণিক সমিতি সভাপতি মকবুল দেওয়ান, মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহসান মিয়া প্রমুখ।
মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোশারফ হোসেন রবিন এ বিষয়ে দাবি করেন, গরুর হাট নিয়ে অপপ্রচারের পেছনে আছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুরাদ কবীরের ভাতিজা যুবলীগ নেতা একরামুল কবির রাসেলসহ ওই দলের নেতাকর্মীরা। হাটটি নিজেদের দখলে রাখতে তারা ভিত্তিহীন অভিযোগ তুলছে। স্থানীয় লোকজন গত ১৫ বছরে হাটের আয়-ব্যয়ের হিসাব চেয়েছিলেন। এতে ওই ব্যক্তিরা মানববন্ধন করে বিএনপির নামে গুজব ছড়াচ্ছে।