গলা কেটে মাদ্রাসা শিক্ষকের আত্মহত্যা

প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২৫

কিশোরগঞ্জ প্রতিনিধি:

 

কিশোরগঞ্জে মাওলানা লুৎফর রহমান (৭৫) নামে এক মাদ্রাসা শিক্ষক গলা কেটে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি জেলা শহরের আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার শিক্ষক। বুধবার দুপুরে তিনি পৌরসভার চরশোলাকিয়া এলাকার ভাড়া বাসায় নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেন বলে দাবি করেছে তার পরিবার।

এ তথ্য নিশ্চিত করেন সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. টুটুল উদ্দিন। তিনি বলেন, বুধবার রাতে পরিবারের সদস্যরা থানায় গিয়ে লিখিতভাবে এ তথ্য জানায়।

জানা গেছে, মাওলানা লুৎফর রহমান বুধবার দুপুরে বাথরুমে গিয়ে হঠাৎ চিৎকার শুরু করেন। পরিবারের লোকজন ছুটে গিয়ে তাকে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তারা পাশেই একটি ছুরি পড়ে থাকতে দেখা যায়। মুমূর্ষু অবস্থায় তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ছুরি জব্দ করা হয়েছে।

এর আগে ২০২২ সালে মাওলানা লুৎফর রহমানকে ছুরিকাঘাত করেন ছেলে। তখন তাকে ময়মনসিংহে চিকিৎসা দেওয়া হয়।