গাইবান্ধায় পুলিশের পোশাক পরা অবস্থায় ঘুষ লেনদেন, এসআই ক্লোজড

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২৩

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা সদর থানায় ইউনিফর্ম পরিহিত অবস্থায় মানিক রানা নামে পুলিশের এক এসআইয়ের ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় মানিক রানাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
রোববার (২৫ জুন) রাতে গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিডিওতে দেখা যায়, এসআই মানিক রানা গাইবান্ধা সদর থানার এসআইদের নির্ধারিত কার্যালয়ে প্রবেশ করেন। পরে তার জন্য নির্ধারিত আসনে বসে প্রথম দফায় টাকা নিয়ে আবারও টাকা দাবি করেন। এরপর এদিক-ওদিক তাকিয়ে দ্বিতীয় দফায় টাকা নিয়ে তার বুক পকেটে রাখেন। পরে যে ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন তাকে হাত দিয়ে ইশারা করে ওখানে থাকতে বলে নিজ চেয়ার থেকে উঠে যান। তবে কার কাছ থেকে কী কারণে তিনি এই টাকা নিয়েছেন সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন বলেন, এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার ঘটনায় সদর থানার এস আই মানিক রানাকে প্রাথমিকভাবে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।