গাছের সঙ্গে পিকনিকের বাসের ধাক্কা, স্কুলছাত্র নিহত

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫

জামালপুর  প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে বাসে পিকনিকে যাওয়ার পথে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাশেদুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের সোনাকান্দার মাঘমারা এলাকার সরিষাবাড়ী-জামিরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত রাশেদুল ইসলাম সরিষাবাড়ী ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও সাতপোয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সিদ্দিকুর রহমানের ছেলে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের নিয়ে গাজীপুর সাফারি পার্কে পিকনিকে যাচ্ছিল একটি বাস। বাসটি সোনাকান্দার বাঘমারা মোড়ে পৌঁছালে বাসের জানালা দিয়ে মাথা বের করে রাশেদুল ইসলাম। এ সময় একটি কাঁঠালগাছের সঙ্গে তার মাথা লেগে সে গুরুতর আহত হয়। আহত রাশেদুলকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহপাঠীর মৃত্যুর ঘটনায় বনভোজনের আনন্দের পরিবর্তের মুহূর্তেই শিক্ষার্থীদের মাঝে বিষাদের ছায়া নেমে আসে। এ ঘটনায় বাসের চালককে আটক ও বাসটি জব্দ করে সরিষাবাড়ী থানা পুলিশ।

ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন, শিক্ষা সফরের পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকালে স্কুলের ১১৫ জন ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিয়ে গজীপুরের সাফারি পার্কের উদ্দেশে যাত্রা করি। প্রথম বাসটি সোনাকান্দার মোড়ে পৌঁছালে রাশেদুল বাসের জানালা দিয়ে মাথা বের করে। মোড় ঘোরার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে সে গুরুতর আঘাত পায়।

সরিষাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া ঢাকা পোস্টকে জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিহত শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসের চালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে।