গাজায় গণহত্যা বন্ধের প্রতিবাদে ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫

বন্যা আক্তার:

ফিলিস্তিনের জনগণের ওপর চলমান নিপীড়ন ও ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

সোমবার (৭ এপ্রিল) কলেজের প্রধান ফটকের সামনের রাস্তায় অবস্থান নিয়ে তারা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান৷

এর আগে শিক্ষার্থীরা কলেজ চত্বরে জড়ো হয়ে র‌্যালি বের করেন। যা ক্যাম্পাস ঘুরে সামনের রাস্তায় গিয়ে শেষ হয়। র‌্যালিতে শিক্ষার্থীদের হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ জেনোসাইড ইন গাজা’, ‘সেইভ চিলড্রেন অব প্যালেস্টাইন’ লেখা প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, গাজায় শিশু, নারী, সাধারণ মানুষ নির্বিচারে হত্যার শিকার হচ্ছে। এটি মানবতার বিরুদ্ধে স্পষ্ট অপরাধ। এই দমন-পীড়নের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে আরও সোচ্চার হতে হবে। একইসঙ্গে তারা বাংলাদেশ সরকারসহ আন্তর্জাতিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান, যেন ইসরায়েলের আগ্রাসন বন্ধে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয় এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার আদায়ের পথে আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করা হয়।

রুহান ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, আমরা চাই না, আমাদের নীরবতা আর কারও রক্তের কারণ হোক। মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছি।
রাশেদুল ইসলাম নামের আরেক শিক্ষার্থী বলেন, বিশ্ব যখন নীরব, তখন আমাদের তরুণদেরই সামনে এসে মানবতার পক্ষে দাঁড়াতে হবে। গাজায় যা হচ্ছে, তা কোনোভাবেই সভ্য দুনিয়ার সঙ্গে যায় না। এটা শুধু কোনো ধর্ম বা জাতির বিষয় না, এটা মানবতার ইস্যু। আজ ফিলিস্তিন, কাল হয়ত অন্য কেউ। তাই এই নিপীড়নের বিরুদ্ধে সম্মিলিতভাবে আওয়াজ তুলতে হবে।

ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত কর্মসূচি পালন করা হবে উল্লেখ করে আরেফিন কবির নামের আরেক শিক্ষার্থী বলেন, ছোট ছোট শিশুদের নিথর দেহ আর বিধ্বস্ত ঘরবাড়ির ছবি আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে। আমরা চাই, এই সহিংসতা বন্ধ হোক, ফিলিস্তিনের জনগণ স্বাধীনভাবে বাঁচার অধিকার পাক। আমরা মানবিক দায়বদ্ধতা থেকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি।

মূলত, ফিলিস্তিনের গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরেই ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান হামলা ও স্থল অভিযান চলমান রয়েছে। যার ফলে এরই মধ্যে হাজার হাজার সাধারণ মানুষ ও শিশু নিহতের ঘটনা ঘটেছে। তার প্রতিবাদে আজ সারাদেশেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করেছেন।