![গাজা যুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুমকি দিলেন ট্রাম্প](https://www.newspostbd.com/wp-content/uploads/2025/02/26-8.webp)
ডেস্ক রিপোর্ট:
হামাস ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধবিরতি চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আগামী শনিবার দুপুরের মধ্যে হামাস যদি সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দেয়, তবে যুক্তরাষ্ট্র এই চুক্তি শেষ করে দেবে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যদি শনিবার ১২টার মধ্যে সব জিম্মিকে ফেরত দেওয়া না হয়, আমার মনে হয়, এটাই উপযুক্ত সময়। আমি বলব, যুদ্ধবিরতি বাতিল করো। খবর- এএফপি
হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা জানিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে নির্ধারিত বন্দিবিনিময় স্থগিত করেছে হামাস। তিনি বলেন, ইসরায়েলের কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরতে দেরি হয়েছে এবং তাদের গুলির লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া গাজায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতেও বাধা দিয়েছে ইসরায়েল। তাই পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত জিম্মি মুক্তি স্থগিত থাকবে।
হামাস আরও জানিয়েছে, তারা আগে থেকেই বন্দিবিনিময় স্থগিতের ঘোষণা দিয়েছিল, যাতে মধ্যস্থতাকারীরা চুক্তির শর্ত পূরণের জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে পারেন।
এদিকে ইসরায়েল জানিয়েছে, তাদের সেনাবাহিনী যেকোনো সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।
গাজায় টানা ১৫ মাসের ইসরায়েলি হামলার পর ১৯ জানুয়ারি এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, যার ফলে বেশ কয়েক দফায় জিম্মি ও বন্দিবিনিময় হয়েছে। তবে ট্রাম্পের ঘোষণার পর পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।