গাজীপুরে ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫

গাজীপুর প্রতিনিধি:

 

গাজীপুরে ঝুট গোডাউনের ভয়াবহ আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণ করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। বুধবার (৫ মার্চ) রাত পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিসের চার ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।

এর আগে রাত পৌনে ১০টার দিকে জেলার সিটি করপোরেশনের কোনাবাড়ী আমবাগ চায়না মার্কেট এলাকার ওই গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোনাবাড়ী আমবাগ চায়না মার্কেট এলাকায় ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। তবে পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পোহাতে হয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার আব্দুর রাজ্জাক জানান, যেখানে আগুন লেগেছে সেটি একটি বড় মার্কেট। ভয়াবহ আগুন নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিস।

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন।