
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কাশিমপুরে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার মাধবপুর উত্তরপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত দুই যুবকের একজনের পা বাঁধা এবং দুজনের শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতরা হলেন- ভোলা জেলার সদর উপজেলার চর ভেদরিয়া গ্রামের মো. জাফর আলীর ছেলে সুফিয়ান আহমেদ (২৩) ও সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ডেল্টা গ্রামের রবিউল ইসলামের ছেলে রাসেল (২২)। তারা স্থানীয় নাবিস্কো ফুড প্যাকেজিং কারখানায় চাকরি করতেন।
এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- মাহবুব হোসেন, শান্ত মিয়া জাহিদ হোসেন ও বাড়ির ম্যানেজার শাহজাহান বকুল।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রেজাউল ইসলামের ওই চারতলা ভবনের তিন তলা পর্যন্ত একটি স্কুল রয়েছে। আর চারতলায় থাকতেন ওই দুই যুবক। তারা একটি প্যাকেজিং কারখানায় কাজ করতেন। কিন্তু মঙ্গলবার সকাল থেকে কারখানা বন্ধ থাকায় দুই যুবক কারখানায় যায়নি। তবে তাদের ব্যবহৃত মোবাইল বন্ধ থাকায় কারখানার ম্যানেজার তাদের খুজঁতে থাকেন।
খোঁজাখুঁজির এক পর্যায়ে ভবনের ম্যানেজার শাহ জাহান বকুলকে কারখানা থেকে খবর পাঠান যে, ওই দুই যুবক বাসায় আছে কি না দেখার জন্য। ভবনের ম্যানেজার শাজাহান বকুল চারতালার ফ্লোরে গিয়ে দেখতে পান তাদের মরদেহ পড়ে রয়েছে।
পরে এ বিষয়ে কাশিমপুর মেট্রো থানা পুলিশকে খবর দিলে, রাত সাড়ে দশটার দিকে তারা ওই দুই যুবকেরা মরদেহ উদ্ধার করেন। পরে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কাশিমপুর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।