গাজীপুরে রেলওয়ে সেতুর নিচে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৫

গাজীপুর প্রতিনিধি:

 

গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা-টঙ্গী-ভৈরব রেল সড়কের দেওপাড়া এলাকার (ফেরিঘাট) ঘোড়াশাল রেল সেতুর নীচে বালুর উপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে ছেড়ে আসা কোনো ট্রেন থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহতের ডান পা ভেঙে গেছে। এছাড়াও মাথা ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। তিনি বলেন, মরদেহটি উদ্ধার করে রেলওয়ে নরসিংদী পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার গায়ে পেস্ট কালারের ফুল হাতা জার্সি ও নিল কালার ট্রাউজার পরিহিত ছিল।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বলেন, অজ্ঞাত হিসেবে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি। পরিচয় পেলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আর পরিচয় না পেলে, ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে মরদেহের দাফন করা হবে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে ছেড়ে আসা কোনো ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু হয়েছে। নিহতের ডান পা ভেঙে গেছে। এছাড়াও মাথা ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ট্রেন থেকে পড়ে যাওয়ার সময় হয়তো তিনি এসব আঘাত পেয়েছেন।