গাজীপুরে সাবেক এমপিসহ আটক আরও ১০০

অপারেশন ডেভিল হান্ট

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

গাজীপুর প্রতিনিধি:

 

গাজীপুরে ‘ডেভিল হান্ট’ অভিযানে সাবেক একজন সংসদ সদস্য (এমপি), আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনকে আটক করা হয়েছে। গতকাল রোববার রাতের অভিযানে জেলা পুলিশ ২১ জন ও মহানগর পুলিশ ৭৯ জনকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীপুর থেকে আটক হয়েছেন আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলাম ও কাশিমপুর থানার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম গায়েন। এছাড়া গতকাল রাতে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকারকে উত্তরা থেকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশ।

গাজীপুর জেলা পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক সোমবার সকালে জানান, রাতভর অভিযানে গাজীপুর জেলা পুলিশ ২১ জনকে আটক করে। তাদের সবাই বিগত আওয়ামী লীগ সরকারের লোকজন।

গাজীপুর মহানগর পুলিশের বিশেষ শাখার উপপুলিশ কমিশনার আলমগীর হোসেন বলেন, গতকাল দিবাগত রাত ১২টা পর্যন্ত মহানগরীর আটটি থানার পুলিশ বিভিন্ন এলাকা থেকে ৭৯ জনকে আটক করে। এ নিয়ে গাজীপুরে গত দুদিনে ১৮০ জনকে আটক করা হয়েছে।