গাড়িচাপায় শিশু নিহতের ঘটনায় শ্রীপুরে চেয়ারম্যান প্রার্থী জলিলকে ইসির শোকজ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
জেলা প্রতিনিধি,গাজীপুরঃ
নির্বাচনী প্রচারের সময় মাইক্রোবাসের চাপায় শিশু নিহতের ঘটনায় গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিলকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ শনিবার উপজেলা নির্বাচন অফিসে গিয়ে তাঁকে শোকজের জবাব দিতে হবে। গতকাল শুক্রবার উপজেলা নির্বাচন কর্মকর্তা আল নোমান স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশ দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার শ্রীপুর উপজেলার ভিটিপাড়া গ্রামের বাসিন্দা আশিক বিন ইদ্রিস নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, গত বুধবার চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিলের আনারস প্রতীকের পক্ষে মুলাইদ এলাকায় একাধিক গাড়ি নিয়ে শোডাউন করা হয়। শোডাউনের মাইক্রোবাসের চাপায় ইয়াসিন নামে তিন বছরের এক শিশু প্রাণ হারায়। ওই মাইক্রোবাসে চেয়ারম্যান প্রার্থীর মেয়ে ও স্বজনেরা ছিলেন। ইদ্রিসের অভিযোগের পরিপ্রেক্ষিতে আব্দুল জলিলকে শোকজ করেছে নির্বাচন কমিশন।এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক আব্দুল জলিল বলেন, আমি নির্বাচন অফিসে গিয়ে শোকজের জবাব দেব।
ওই দুর্ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, আবদুল জলিলের (আনারস প্রতীক) মেয়ে ঝর্ণা আক্তার চাচাতো ভাই কাউসার, আলভিসহ পরিবারের কয়েক সদস্যকে নিয়ে সকালে মাইক্রোবাসে বাবার নির্বাচনী প্রচারে বের হন। সাড়ে ১০টার দিকে মুলাইদ এলাকায় মজিবর রহমানের বাড়ির সামনে সড়ক পার হচ্ছিল শিশু ইয়াসিন। এ সময় তাদের বহন করা বেপরোয়া গতির গাড়িটি শিশুটিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ইয়াসিনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেন স্বজনরা, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।