বিনোদন ডেস্ক:
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। সম্প্রতি তিনি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে কটাক্ষের শিকার হয়েছেন।
বাংলাদেশের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর লেখা জনপ্রিয় গানের লাইন লিখতে গিয়ে একাধিক বানান ভুল করেছেন ভারতের এই।
ভারতীয় এক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, তার পোস্টকে কেন্দ্র করে নেটিজেনরা সমালোচনা করছে। অনেকে বলছেন, একজন সচেতন মানুষ হয়ে তিনি কীভাবে এমন ভুল করলেন!
নুসরাত জাহান সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন, সেখানে দেখা গেছে, শাড়ি পরে বাগানে ফুলের গায়ে হাত বোলাচ্ছেন। আর এই ছবির ক্যাপশনে ভুল বানানে ‘আমার ভিতর বাহির অন্তরে অন্তরে’ গানটি লিখেছেন নুসরাত। সেই লেখায় রয়েছে একাধিক বানান ভুল।
কয়েকমাস আগেই ১৪৪ ধারাকে ১৭৪ ধারা বলে ট্রল হয়েছিলেন অভিনেত্রী।
২৫ বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে এমন ছবি পোস্ট করেছেন তিনি। কিন্তু গান হিসেবে এটি নির্বাচনের কারণ জানা যায়নি।