গালফ এয়ার গ্রুপের সিইও’র সঙ্গে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫

নিজস্ব প্রতিনিধি:

বাহরাইন গালফ এয়ার গ্রুপের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. জেফ্রি গোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।মানামার স্থানীয় সময় রোববার (৬ এপ্রিল) গালফ এয়ার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, ৬ এপ্রিল বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার গালফ এয়ার গ্রুপের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. জেফ্রি গো-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট, বিশেষত বেসামরিক বিমান চলাচল খাতে সহযোগিতা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।এ সময় ভারপ্রাপ্ত সিইও-র সঙ্গে ডাইরেক্টর অব স্ট্যাটিজি অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট শেখ আলি বিন মোহাম্মদ আল খলিফা এবং ডাইরেক্টর অব নেটওয়ার্ক প্ল্যানিং অ্যান্ড পার্টনারশিপ বুসাইনা ত্রাইফ উপস্থিত ছিলেন।