আন্তর্জাতিক ডেস্ক:
আধুনিক বিগ টেক অ্যান্টি ট্রাস্ট মুভমেন্টের প্রথম বড় মামলাটি গুগলের বিরুদ্ধে করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আইন বিভাগ গুগলের সার্চ ইঞ্জিন নিয়ে মনোপলি শুরু হচ্ছে। তাতে সমস্যা কোথায়? ব্যবহারকারীর সার্চ অভিজ্ঞতায় বদল।
১৯৯০ সালে ডজের ঘটনার পর এবারই প্রথম বড় টেক কোম্পানিকে এমন মামলার মুখোমুখি হতে হচ্ছে। মামলায় প্রতিপক্ষ জিতলে ইন্টারনেটে সার্চ অভিজ্ঞতা যাবে বদলে।
অনেকে সার্চ ইঞ্জিনকে স্বাভাবিক মনে করেন। যেহেতু ব্যবহার করতে খরচ নেই তাই অনেকে এর গুরুত্ব বোঝেন না। মাত্র ২৫ বছরে গুগল ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়েছে৷ আর মামলাটিও গুগলের বিজ্ঞাপন প্রযুক্তিকে কেন্দ্র করে। ব্যবহারকারীদের ডাটা অনৈতিকভাবে সংগ্রহের অভিযোগ তাদের বিরুদ্ধে। এখনও গুগলের লাভের ৬০ শতাংশ আসে সার্চ ইঞ্জিন থেকে। ২০২২ সালের সমীক্ষা অন্তত তাই বলছে।
মাইক্রোসফটের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট মামলা হওয়ায় গুগলের উত্থান ঘটেছিল। এবার গুগল একই সমস্যার মুখোমুখি। ডজের বিরুদ্ধে গুগল পরাজিত হলে আমাদের ব্রাউজিং অভিজ্ঞতা যে বদলে যাবে তা নিশ্চিত।
সূত্র: ভোক্স