স্পোর্টস ডেস্ক রিপোর্টঃ
আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছিল লখনৌর সুপার জায়ান্ট। কিন্তু এরপর ছন্দে ফিরেছে তারা। এবার গুজরাট টাইটানসে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে লখনৌ। এই ম্যাচে গুজরাটকে ৩৩ রানে হারিয়েছে তারা।রোববার রাতে ঘরের মাঠ ভারত রতœ অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৩ রান করে লখনৌ। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের ৭ বল বাকি থাকতেই ১৩০ রানে অলআউট হয়ে যায় গুজরাট।
লখনৌর হয়ে একমাত্র ফিটটি করেন মার্কাস স্টয়নিস। ৪৩ বলে ৫৮ রান করেন তিনি। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক লোকেশ রাহুল। শেষ দিকে দ্রুতগতিতে রান তুলে (২২ বলে ৩২) লখনৌকে চ্যালেঞ্জিং একটি পুঁজি এনে দিতে অবদান রাখেন নিকোলাস পুরান।অপরদিকে বল হাতে গুজরাটের ইনিংসে একাই ধস নামান যশ ঠাকুর। তুলে নেন ৫ উইকেট। রান খরচা করেন ৩০।
গুজরাটের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ওপেনার সাই সুদর্শন। আর ৩০ রান করেন মিডলঅর্ডার রাহুল তেওয়াতিয়া। বাকিদের কেউ আর ২০ রানের কৌটায়ও যেতে পারেননি।৪ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে লখনৌ। আর ৫ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে আছে গুজরাট।