গোপালগঞ্জে একদিন ব্যবধানে কাঁচা মরিচের দাম বাড়লো ২০০ টাকা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে একদিনের ব্যবধানে কেজিতে কাঁচা মরিচের দাম বেড়েছে ২০০-২২০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারত থেকে রপ্তানি বন্ধ হওয়ার কারণে দাম বেড়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) গোপালগঞ্জ শহরের বড় বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
বুধবার (২ অক্টোবর) কাঁচা মরিচ ১৮০-২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আজ ২০০ থেকে ২২০ টাকা বেড়ে প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩৮০-৪২০ টাকায়। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা।
ক্রেতা আমজাদ হোসাইন বলেন, ‘গতকাল কাঁচা মরিচ কিনেছি ২০০ টাকা কেজি। রাত পোহাতেই সেই মরিচ ৪০০ টাকা কেজি। এইতো আমাদের দেশ। এরকম হলে কীভাবে কিনবো আমরা?’
হারুন শেখ নামের আরেক ক্রেতা বলেন, ‘এক পোয়া মরিচ চাচ্ছে ১০০ টাকা। এককেজি বেগুন ১৬০ টাকা। যা কিছু ধরি তাতেই আগুন। কিছু কেনার কায়দা নেই। দাম না কমে সবকিছুর দাম বাড়ছে।’
এ বিষয়ে গোপালগঞ্জ বড় বাজারের ব্যবসায়ী হালিম বলেন, ইন্ডিয়ান মরিচ আসেনি। যে কারণে পাইকারি দাম বেশি। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে।
আরেক ব্যবসায়ী হারুন বলেন, বর্ডার বন্ধ থাকায় মরিচ আসেনি। এজন্য দাম বেড়েছে। গতকাল ২০০ টাকা কেজি কাঁচা মরিচ বিক্রি করেছি। আজ বিক্রি করতে হচ্ছে ৪০০ টাকায়।