গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে মামা-ভাগনে নিহত

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৪

গোপালগঞ্জ  প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস এবং ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দ্বীন ইসলাম (২৫) ও মো. হোসাইন (১০) নামের দুইজন নিহত হয়েছেন। তারা সম্পর্কে মামা-ভাগনে। এ ঘটনায় একই পরিবারের ছয়জন আহত হয়েছেন।সোমবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে কাশিয়ানী উপজেলার ফুকরা নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী রাজীব পরিবহন ও বিপরীত পাশ দিয়ে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন ঘটনাস্থলেই মারা যান।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আবুল হাশেম মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকে থাকা একই পরিবারের আটজন আহত হন। স্থানীয়রা গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দ্বীন ইসলাম ও মো. হোসাইনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত বাকি ছয়জনের চিকিৎসা চলছে। এ ঘটনায় আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো