গোপালগঞ্জে ৪ যানবাহনের সংঘর্ষে নিহত ১, আহত ২০

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে ঘন কুয়াশায় ৪টি যানবাহনের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে প্রায় ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর অবস্থায় ৩ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তি হলেন পিরোজপুরের গেন্ডারিয়া এলাকার মো. মিজানুর রহমানের ছেলে মো. আলী রাজ। তিনি দুর্ঘটনাকবলিত কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের চালক ছিলেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোরে খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোষগাতি এলাকায় পৌঁছালে কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গোপালগঞ্জগামী ও বিপরীতগামী আরও দুইটি গাড়ি সংঘর্ষ হয়। এতে করে চারটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ঘটনাস্থলে কাভার্ড ভ্যান চালক নিহত হন ও আহত হয় ২০ জন। এ সময় হতহতদের উদ্ধার করতে গিয়ে গুরুতর আহত হয় স্থানীয় আরও তিন যুবক। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনার স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় মহাসড়কে প্রায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।এতে মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

বিষয়টি নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক রুমান মোল্লা বলেন, সকালে ঢাকা খুলনা মহাসড়কের ঘোষগাতি এলাকায় চারটি গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত হন ২০ জন। আমাদের আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।