গোবিন্দর নেতাকর্মীরা বাড়িতে আসে, বাধ্য হয়েই আলাদা থাকি : সুনীতা

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫

বিনোদন :

দিন কয়েক ধরে বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে সংবাদের শিরোনাম হয়েছেন বলিউডের তারকা দম্পতি গোবিন্দ-সুনীতা। দীর্ঘ ৩০ বছরের এই সংসার নাকি ভাঙতে চলেছে, এমন গুঞ্জন বেশ কয়েকদিন ধরেই। আর এ খবর নিয়ে রীতিমতো তোলপাড় বি-টাউন। কারণ, মায়ানগরীতে এমন বিচ্ছেদ হারহামেশাই ঘটে থাকে
গোবিন্দ বিষয়টি নিয়ে বেশি কথা বলেননি। বরং সুনীতার কিছু বক্তব্য চর্চায় ইন্ধন জুগিয়েছে। যেমন কখনো যশবর্ধনের উপস্থিতিতেই তিনি ছবিশিকারিদের জানিয়েছেন, তার স্বামী ‘ভ্যালেন্টাইন’-এর সঙ্গে রয়েছেন! এমনও দাবি করেছেন, তৃতীয় ব্যক্তি তো কিছুতেই তাদের জীবন থেকে যাবে না। এছাড়াও নিজের জন্মদিন একাই পালন করার মতো কথাও বলেন।

আবার এও শোনা গেছে, মাস ছয়েক আগে আইনি বিচ্ছেদ চেয়ে গোবিন্দকে নোটিশ পাঠিয়েছিলেন সুনীতা। আবার সুনীতা প্রার্থনাও করেছেন, আগামী সাত জন্মে যেন গোবিন্দকে স্বামী হিসেবে না পান। এরপর গুঞ্জন আরও জোরালো হয়- যখন তারকা দম্পতির আলাদা থাকা নিয়ে নানা চর্চা ওঠে!এভাবেই নানা চর্চার কারণে যখনই বিষয়টি জটিল হতে থাকে, তার মধ্যেই মুখ খুললেন সুনীতা। শনিবার রাতে সামাজিক মাধ্যমে তার একটি বার্তা ছড়িয়ে পড়েছে। যেখানে সুনীতা লিখেছেন, ‘মেয়ে বড় হয়েছে। বাড়িতে আমি শর্টস পরে থাকি। এদিকে গোবিন্দও রাজনীতিতে যোগ দিয়েছেন। এর কারণে তার নেতাকর্মীরা বাড়িতেই আসেন। তাই বাধ্য হয়েই আলাদা থাকি।

তবে সুনীতা এও বলেন, ‘আমাকে গোবিন্দর থেকে আলাদা করবে এত ক্ষমতা কারো নেই। কেউ এরকম কিছু ভেবে থাকলে সামনে আসুন।’

স্বামীর ‘ভ্যালেন্টাইন’-এর থাকার বিষয়টি নিয়ে তারকা-পতœী জানান, তিনি রসিকতা করেছিলেন। গোবিন্দের ‘ভ্যালেন্টাইন’ তার কাজ। কাজ ছাড়া অভিনেতা থাকতে পারেন না। আবারও নতুন ছবির কাজ নিয়ে মেতে উঠেছেন।