
রাজবাড়ী প্রতিনিধি:
বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় রাজবাড়ীর গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি ও গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম মন্ডলকে (৫০) কারাগারে পাঠিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তিনি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন।
নজরুল ইসলাম মন্ডল গোয়ালন্দ পৌরসভার ৪নং ওয়ার্ডের জুড়ান মোল্লা পাড়া গ্রামের মৃত জালাল মন্ডলের ছেলে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তিনি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন।
নজরুল ইসলাম মন্ডল গোয়ালন্দ পৌরসভার ৪নং ওয়ার্ডের জুড়ান মোল্লা পাড়া গ্রামের মৃত জালাল মন্ডলের ছেলে।
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বলেন, নজরুল ইসলাম মন্ডল বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি। বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।