গ্যাস নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন বিশেষজ্ঞরা: জ্বালানি উপদেষ্টা

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

গ্যাস অনুসন্ধান নিয়ে বিশেষজ্ঞদের মন্তব্য ক্লাসরুমে ঠিক আছে, কিন্তু তা সাধারণ মানুষকে বিভ্রান্ত করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
আজ বুধবার (৯ আগস্ট) জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে ভার্চ্যুয়ালি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
গ্যাস অনুসন্ধানের বিষয়ে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘এক্সপ্লোরেশন নিয়ে যেসব কথা উঠেছে, আমি তো জিওলজি সম্পর্কে জানি না, আমার জ্ঞান কম। আমি যেটা বুঝি খনন করে না পাওয়া পর্যন্ত আপনি কিছুই বলতে পারবেন না। খনন করে যদি কিছু পান তাহলেই রিসোর্সের অ্যাসেসমেন্ট শুরু হবে।’

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, ‘আজকে অনেক বক্তারা ২ টিসিএফ, ৩ টিসিএফ মন্তব্য করেছেন। আমি মনে করি এটা ক্লাসরুমের জন্য ঠিক আছে, কিন্তু এটা সাধারণ মানুষকে অনেকটা বিভ্রান্ত করবে। তারা মনে করে এখনই কূপ খুড়লে এটা (গ্যাস) বের হয়ে আসবে।’

সমুদ্রে গ্যাস অনুসন্ধানের ব্যাপারে তিনি বলেন, ‘সমুদ্রে আমরা (অনুসন্ধান) চেষ্টা করেছি। আমরা কন্ট্রাক্ট দিয়েছিলাম। কিন্তু তারা (ঠিকাদাররা) চলে গেছে।’

তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘যারা আমাদের কাছে তেল, গ্যাস ও জ্বালানি, খাদ্য ও সার রপ্তানি করে, তারা গত তিন বছরে ৮ বিলিয়ন ডলার অতিরিক্ত নিয়ে গেছে। আট বিলিয়ন ডলার নিয়ে গেলে আবার তো ঘরকে নতুন করে সাজাতে হবে। আবার নতুন করে অর্থনীতিকে গুছিয়ে আনতে হবে। যে কাজ প্রধানমন্ত্রী হাতে নিয়েছেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘এলএনজি রেন্সপনসিবিলিটি’ নামের একটি দর্শনকে পৃথিবীর সামনে এনেছেন জানিয়ে তার জ্বালানি উপদেষ্টা বলেন, ‘আমরা পকেটে পয়সা থাকলেই খরচ করব তা নয়। আমরা ব্যবহারের মধ্যে কমিয়ে এনে মিলেমিশে ব্যবহার করব। যথেচ্ছ এলএনজি ব্যবহার করে আমরা বেশিদূর এগোতে পারব না।’

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান।