ঘণ কুয়াশার কারণে কলকাতার ফ্লাইট নামলো ঢাকায়

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৪

হাবিবা ইসলামঃ 

ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরের কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইট রবিবার দিবাগত রাত ৩টা ১৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে কুয়াশা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফ্লাইটটি কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করে। বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম।

কামরুল ইসলাম জানান, রবিবার রাত ১২টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ঘন কুয়াশার জন্য ঢাকার বিমানবন্দরের কোনও ফ্লাইট ঘুরিয়ে (ডাইভার্ট) দেওয়া হয়নি। তবে কলকাতায় নামতে না পেরে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করে।

জানা যায়, মধ্যরাতে কাতারের দোহা থেকে আগত কিউআর-৫৪০ ফ্লাইটটি কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল। তবে ঘন কুয়াশার কারণে সেখানে অবতরণ না করতে পেরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। সকাল সাড়ে ৬টার দিকে কুয়াশা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফ্লাইটটি কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করে।